
মোঃ আল-আমিন, গাজীপুর :
শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সারা দেশে একযোগে ০১ লক্ষ চারাগাছ বিতরনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। পাশাপাশি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন তিনি।
যুব উন্নয়ন অধিদফতরের প্রধান কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে সারাদেশের ৬৪ জেলার প্রশাসক (ডিসি) প্রশাসকবৃন্দ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে (ভার্চুয়ালী) সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানটিতেবিভিন্ন জেলার ১০ জন জেলা প্রশাসক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়াও ৬৪ জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালকবৃন্দ, সংগঠক এবং উদ্যোক্তাবৃন্দরা উপস্থিত ছিলেন ।