
আরিফ রববানী,(ময়মনসিংহ)
মহামারীতে থেমে নেই ইউনিয়নের উন্নয়ন কাজ, ইউপি সদস্যরা রাস্তায় কাজ নিয়ে ব্যস্ত, দূর্যোগের কারনে ত্রাণ বিতরণ ও বিভিন্ন সরকারী বরাদ্দ,ভাতা বিতরণ কাজও চলছে,এই প্রতিনিধির সাথে আলাপ কালে এমটাই জানিয়েছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৪নং কানিহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক আশরাফ আলী উজ্জ্বল।
তিনি বলেন,ত্রিশাল উপজেলায় সবচেয়ে দরিদ্র ও অবহেলিত ইউনিয়ন আমাদের কানিহারী, এখানে পুর্বে রাস্তা-ঘাট,ব্রীজ কালভাটের উন্নয়ন কাজ করা হয় নি। আমরা শুরু করলাম গত নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর থেকে সমস্ত সময় ইউনিয়নের উন্নয়ন কাজে ব্যায় করেছি। ইউনিয়ন কে ডেভেলপমেন্ট করতে হলে একটু সময় লাগবে,তাই সবাইকে অপেক্ষা করতে হবে। চেয়ারম্যান বলেন,রাস্তা-ব্রীজ, কালভাটের উন্নয়ন ও কোভিট-১৯ মোকাবেলায় গরীব হত-দরিদ্রদের সহযোগিতার কাজ একসাথে চলছে, রাস্তা প্রসস্থের কাজ চলছে। বর্তমানে করোনা দুর্যোগের কারনে আমরা হোচট খেয়েছি। আমরা যে কাজ গুলো ধরেছি, অর্ধেকের বেশি কাজ শেষ হয়েছে। ইউনিয়ন পরিষদের সদস্যদের বলে রেখেছি,তারা যেন রাস্তায় থাকে, যেখানে সমস্যা দেখা দিবে সেখান থেকে কাজ করবে। সবাই মাঠ পর্যায়ে থেকে কাজগুলো সমাধান করতেছে । বলা সহজ, কাজগুলো বাস্তবায়ন করা কঠিন, রাস্তা প্রসস্থ করার জন্য ঘরবাড়ি ব্যবস্যা প্রতিষ্ঠান ভাংচুর করতে হচ্ছে। প্রাথমিক ভাবে কষ্ট হবে,ভবিষ্যতে সবার জন্য মঙ্গল হবে, তাই উন্নয়ন কাজের বিকল্প ভাববার সময় নাই। আর আমার নেত্রী দেশরত্ন শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী। উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র
ইউপি চেয়ারম্যান আশরাফ আলী উজ্জ্বল কানিহারী ইউনিয়নে লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রকল্প-৩ (Lgsp3) দ্বারা বাস্তবায়িত ৯নং ওয়ার্ডের বড়কান্দা খোকার দোকানের ইটের সোলিং এর পর হইতে কুষ্টিয়া দ্বিতীয় খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তা এইচবিবি করণ কাজের উদ্বোধন পুর্বে স্থানীয়দের উদ্দেশ্য এসব কথা বলেন। পরে তিনি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দেওপাড়া আজাহার মাস্টারের বাড়ির রাস্তা এইচবিবি করণ। দেওপাড়া থাপনহালার পার্শ্ববর্তী মহিলির পাড়া জামে মসজিদের রাস্তা এইচবিবি করণসহ নিভিন্ন উন্নয়ন কাজের পরিদর্শন করেন। এ সময় তার সাথে ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান উজ্জল বলেন- উদ্ভোদন হওয়া চলমান কাজ গুলো শেষ হলে,ইউনিয়ন বাসী কিছুটা সফলতা পাবে