Header Image

বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরন করেছেন কাউন্সিলর সাদেক আলী

 

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর সিটিকর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ডের বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষের মাঝে ত্রাণ বিতরন করছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাদেক আলী। বানবাসীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বরাদ্ধকৃত উপহার সামগ্রী বিতরণ করছেন এই জনপ্রতিনিধি।
সোমবার গাজীপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় প্রধানমন্ত্রীর এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার বিতরনকালে উপস্থিত ছিলেন, টঙ্গীর ঐতিহ্যবাহিক সামাজিক প্রতিষ্ঠান জনকল্যাণ ফাউন্ডেশনের আহবায়ক মো: রবিউল খান, কাউন্সিলর পুত্র সাইদুর রহমান সুমন, ওয়ার্ড সচিব তাইফুর ইসলাম রুবেল, কাউন্সিলর অফিস সহকারী পারভেজ, আমিন ভক্তসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিল্পপতি রবিউল্যা খান বলেন, করোনার মত বন্যার শুরু থেকেই আমরা আমাদের ওয়ার্ডের বানভাসি মানুষের পাশে রয়েছি। পানিবন্দী মানুষের যখন যা প্রয়োজন হবে তাই নিয়ে আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। জনকল্যান ফাউন্ডেশনের প্রতিটি সদস্য এ বিষয়ে সতর্ক রয়েছেন।

৪৭ নং ওয়ার্ডের কুইক রেসপন্স টিমের প্রধাণ কাউন্সিলর পুত্র সাইদুর রহমান সুমন বলেন, আমাদের টিমটিমে মূলত করোনা কালীন সময়ে গঠিত হয়েছিলো। কিন্তু বর্তমান সময়ে জনগনের দুরবস্থার কথা চিন্তা করে সেই টিমটিম পানি বন্দী মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

কাউন্সিলর সাদেক আলী জানান, চলমান বন্যায় সাধারণ মানুষ দূর্ভোগে রয়েছে। তাদের এই দূর্ভোগ লাঘবের উদ্দেশ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলমের নির্দেশনায় এলাকায় বন্যায় কবলিত পরিবারের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্ধকৃত উপহার সামগ্রী বিতরণ করে চলেছি। এ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!