Header Image

ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে সড়ক পরিবহন আইনে এসিল্যান্ডের অভিযান।

 

আরিফ রববানী,(ময়মনসিংহ)

ময়মনসিংহে স্বাস্থ্যবিধি না মানায়,লাইসেন্সবিহীন গাড়ি চালানো ও সিএনজির সামনে অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে ১৫ মামলায় ৮৯০০/- টাকা জরিমান আদায় করেছে ময়ময়মনসিংহ সদর সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত।

ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনায় সড়ক পরিবহন আইন-২০১৮ অনুসারে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ময়মনসিংহ নগরীর চায়না মোড় এলাকায় ১১ই আগষ্ট মঙ্গলবার দুপুরে তিনি এই অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, সড়ক ও ট্রাফিক আইন অমান্য করে করোনা প্রতিরোধকালীন সময়ে বিভিন্ন রোডে চলাচলকারী সিএনজি ও অটো মাত্রারিক্ত যাত্রী বহন করছে। একই সাথে অতিরিক্ত ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে। এ সব ঘটনায় প্রতিদিন চালক ও যাত্রীদের মাঝে বিরোধসহ অতিরিক্ত যাত্রী বহনের ঘটনায় সড়ক দুর্ঘটনা ক্রমেই বেড়ে চলছে। তাই জেলা প্রশাসনের উদ্যোগে ও নির্দেশনায় সড়ক পরিবহন আইন-২০১৮ সঠিকভাবে বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর
সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম সাজ্জাদুল হাসান।

অভিযানে আইন অমান্য করে যাত্রী হিসাবে সিএনজি ও অটোতে চলাচল করা ও করোনায় স্বাস্থ্য বিধি না মেনে চলাচলসহ গাড়ীতে স্বাস্থ্য বিধি অমান্য করে ও ঝুকিপূর্ণ ভাবে যাত্রী তোলার অপরাধসহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলায় ৮৯০০/- টাকা জরিমান আদায় করেন। বিভিন্ন মহলের মতে, প্রশাসনের এমন কঠোরতায় সিএনজি ও অটো চালকরা সড়ক আইন মানতে অবশ্যই বাধ্য হবেন, তাই তারা প্রশাসনের এই চলমান অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!