Header Image

১৫ আগস্ট উপলক্ষে প্রতিযোগিতার আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন

ইসমাঈল হোসেন সোহাগঃ 

জেলা প্রশাসন চট্টগ্রাম আগামী ১৫ আগস্ট ২০২০ খ্রি. তারিখ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২০ পালন উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এবং হামদ্ ও নাত্ প্রতিযোগিতার আয়োজন করেছে।

সকল প্রতিযোগিতা ক গ্রুপ (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) এবং খ গ্রুপ (একাদশ ও দ্বাদশ শ্রেণি) এই দুটি গ্রুপে বিভক্ত থাকবে। প্রতিযোগিতাসমূহ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এবং হামদ্ ও নাত্ প্রতিযোগিতা।

উভয় গ্রুপের আগ্রহী শিক্ষার্থীবৃন্দ আগামী ১৩ আগস্ট ২০২০ খ্রি. তারিখের মধ্যে উল্লিখিত তিনটি বিষয়ে অনধিক দুই মিনিটের মধ্যে ভিডিও ফাইল ফরম্যাটে রেকর্ড করে (এডিটিং এবং সাউন্ড ইফেক্ট ব্যতীত) জেলা প্রশাসনের ফেসবুক পেইজ (https://www.facebook.co/dcofficechittagong) এর ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭২৩০১৭৭৫০ এ নিজের নাম, শ্রেণি ও বিদ্যালয়ের নাম উল্লেখপূর্বক প্রেরণ করবে।

(চিত্রাঙ্কন প্রতিযোগিতা) উভয় গ্রুপের শিক্ষার্থীবৃন্দ আগামী ১৩ আগস্ট ২০২০ খ্রি. তারিখের মধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি অঙ্কন করে aceducationchittagong@gmail.com ই-মেইল ঠিকানায় নিজের নাম, শ্রেণি ও বিদ্যালয়ের নাম উল্লেখপূর্বক JPG/ PDF ফরম্যাটে প্রেরণ করবে।

(রচনা প্রতিযোগিতা) ক গ্রুপ (ষষ্ঠ থেকে দশম শ্রেণি)
রচনার বিষয়: ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’, খ গ্রুপ (একাদশ ও দ্বাদশ শ্রেণি) রচনার বিষয়: সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু’,, শিক্ষার্থীবৃন্দ স্ব স্ব গ্রুপের নির্ধারিত বিষয়ে অনূর্ধ্ব ৫০০ শব্দের মধ্যে রচনা লিখে আগামী ১৩ আগস্ট ২০২০ খ্রি. তারিখের মধ্যে aceducationchittagong@gmail.com ই-মেইল ঠিকানায় নিজের নাম, শ্রেণি ও বিদ্যালয়ের নাম উল্লেখপূর্বক পিডিএফ ফরম্যাটে প্রেরণ করবে।

চট্টগ্রাম জেলার সকল শিক্ষার্থীদের উল্লিখিত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!