by SF News

আরিফ রববানী,(ময়মনসিংহ)
নেত্রকোনা মদন উপজেলার উচিতপুরে নৌকা ডুবিতে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।১০ ই আগষ্ট সোমবার এই উপলক্ষে সদর উপজেলার সিরতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান উপস্থিত থেকে চেক বিতরন করছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মন্তাজ উদ্দিন,সিরতা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
Post Views:
৮৯৪