আরিফ রববানী,(ময়মনসিংহ)
ময়মনসিংহের প্রবীণ আইনজীবী, জেলা নাগরিক আন্দোলন নেতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ্যাডভোকেট আনিসুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।
আনিসুর রহমান খান ১২ই আগষ্ট বুধবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরণ করেন
( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১২আগষ্ট বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,বর্ণাঢ্য জীবনের অধিকারী আনিসুর রহমান খান ১৯৭৮ সালে মোমেনশাহী ‘ল’ কলেজে লেকচারার হিসেবে যোগদান করেন এবং ২০০৯ সালে ভাইস প্রিন্সিপাল পদে পদোন্নতি পেয়ে অবসারে যান। তিনি ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং পরবর্তিতে একাধিকবার জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।
বিরোধীদলীয় নেতা আরও বলেন,মুক্তিযুদ্ধের বীর সেনানী প্রয়াত আনিসুর রহমান খান মহান মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রেখেছিলেন।তিনি মহান মুক্তিযুদ্ধে যোগদান করে ভারতের মেঘালয় রাজ্যের গারো হিলস ডিস্ট্রিক্টে ইয়ুথ ক্যাম্পের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
নিবেদিত প্রাণ আনিসুর রহমান খানের মৃত্যুতে রাজনৈতিক,পেশাজীবীদের মধ্যে এবং বিভিন্ন সামাজিক সংগঠনে অপূরণীয় ক্ষতি হয়ে গেল যা সহজে পূরণ হবার নয়। জনসেবা ও সমাজের উন্নয়নে তিনি যে অনন্য নজির স্হাপন যা সহজে ভোলার নয়।
বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক – সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।