Header Image

জীবন বাচাতে সাহায্যের আবেদন।

নেত্রকোনা জেলার, খালিয়াজুরী উপজেলার, মেন্দিপুর ইউনিয়নের, নূরপুর বোয়ালী গ্রামের, মৃত ওয়াসিদ মিয়ার ছেলে মোঃ তরিকুল ইসলাম, বয়স ১২ বছর, বাবা মৃত ওয়াসিদ মিয়ার পরিবারে ৮ জন লোক, গ্রামের এককোনায় মানবেতর জীবনযাপন করছেন। সংসারে, একজনের উপরে নির্ভর। সে হলো তরিকুল এর বড় ভাই।

তরিকুল প্রায় দীর্ঘদিন যাবত অসুস্থ মাথায় ট্রিউমার, তার চিকিৎসার খরচ এবং সংসার চালাতে খুব কষ্ট সাধ্য হয়ে দাঁড়িয়েছে। তার বড় ভাইয়ের।

দেশবিদেশ প্রবাসি ভাই ও বোনদের কাছে আকুল আবেদন, এই অসহায় ফ্যামিলিটির জন্য, একটু সহযোগিতা করলে আপনি পরকালে শান্তি পাবেন এবং ইহকালে আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন। আপনাদের সহযোগীতায় একটি ছেলের জীবন বাঁচতে পারবে।

টাকা পয়সা ভাই সাথে যাবে না। ভাল কাজগুলা সাথে যাবে। দেখুন এই করোনা মহামারীতে অনেক কোটিপতি মারা গেছেন, কিছুই সাথে নিতে পারেননি, ঠিকমত দাফন ও হয়নি। তাই বিশেষ ভাবে অনুরোধ করবো, পরকালের কথা চিন্তা করে একটু সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ রহিল।

যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি সহযোগিতা করতে চান, তাহলে যোগাযোগ করুণ এই নাম্বারে -01710185721, এটা তরিকুল ইসলাম এর বড় ভাইয়ের ফোন নাম্বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!