
আরিফ রববানীঃ
জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করাসহ নজরুল কলেজ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামিলীগ নেতৃবৃন্দ।
১৫ আগষ্ট উদযাপন উপলক্ষে শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামিলীগে যুগ্ম আহবায়ক উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এন এম শোভা মিয়া আকন্দ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব নবী নেওয়াজ সরকার। প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ।
বক্তারা তাদের বক্তব্যে আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মাধ্যমে বঙ্গকন্যা দেশরত্ন ও স্বাধীন বাংলার উন্নয়নের কারিগর,মহিয়সী নারী সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সকলের প্রতি আহবান জানান। পরে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, তাঁর তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেলসহ পরিবারের অধিকাংশ সদস্য ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালরাতে কতিপয় বিপথগামী সেনা সদস্যদের বুলেটের নির্মম আঘাতে শহিদ হয়েছিলেন। জাতির পিতার দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা সে সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের- যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল,সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,জাতীয় শ্রমিলীগের সভাপতি সুয়েল মাহমুল সুমন,বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক কামাল হোসেন, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম সরকার,বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি স্বপন সরকার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক তফাজ্জল হোসেন প্রমুখ।