
স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
সাবেক ছাত্র নেতা ও গাজীপুর মহানগর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জননেতা আসাদ সিদ্দিকির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক ছাত্র নেতা ও গাজীপুর মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা সাইফুল ইসলাম খান।
এক শোক বার্তায় তিনি আসাদ সিদ্দিকির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তিনি বলেন, আসাদ সিদ্দিকি ছিলেন দুঃসময়ের সাহসী ও পরিক্ষিত সৈনিক। তার চলে যাওয়ায় গাজীপুরে জাতীয় পার্টির যে সূণ্যতা সৃষ্টি হয়েছে তা পূরণীয় নয়। তিনি গাজীপুরের জাতীয় পার্টির জন্য অমূল্য সম্পদ ছিলেন। তার চলে যাওয়ায় গাজীপুর জাতীয় পার্টি পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। সাইফুল ইসলাম খান বলেন, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি যেন আল্লাহ্ তাকে বেহেশত নসিব করেন।
উল্লেখ্য, গত ১৫ই আগষ্ট ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন গাজীপুর মহানগর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক
আসাদ সিদ্দিকি।
