Header Image

দাপুনিয়ায় অবৈধ দখলদারদের কবল থেকে সরকারী সম্পদ উদ্ধারে ইউএনও’র অভিযান।

আরিফ রববানী,(ময়মনসিংহ)
ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের দাপুনিয়া বাজারে সরকারী সম্পদ অবৈধ ভাবে দখলে নিয়ে নির্মাণকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্দেশনায় সরকারী সম্পদ প্রভাবশালীদের কবল থেকে উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসাবে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে সদর সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান এই এই অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানে সরকারী সম্পদে প্রভাবশালীদের নির্মিত প্রায়৭০-৮০টি দোকান উচ্ছেদ করা হয়। যেগুলো ভাড়া দিয়ে অবৈধ উপায়ে অর্থ হাতিয়ে নিতো দখলকারীরা। ইউএনও’র এই অভিযান ধন্যবাদ জানিয়েছেন দাপুনিয়ার বিভিন্ন পেশাশ্রেণীর মানুষ।
সরকারী সম্পদ উদ্ধার ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ইতিপুর্বেও বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকায় ও নগরীর মেছুয়াবাজার, ষ্টেশন রোড়, গাঙ্গিনারপাড়, নতুনবাজার এলাকার ফুটপাত সমুহ পর্যবেক্ষন করেন এবং সেইসাথে ফিরতি আসার পথে চরপাড়া মোড় এলাকাও পর্যবেক্ষন করে জেলা প্রশাসনের নির্দেশনায়  এ সব জায়গায় অভিযান চালানো হযেছিল ঐ সমস্থ এলাকা গুলো এখন সম্পুর্ন ফুটপাত অবৈধ দখল মুক্ত। উদ্ধার হয়েছে ব্যাপক সরকারী সম্পদ। সরকারের খাস খতিয়ানভূক্ত সরকারী সম্পদ অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিত এই অভিযান অব্যহত থাকবে বলে জানায় ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।  অভিযান পরিচালনা কালে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহীনী সহায়তা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!