
আরিফ রববানী,(ময়মনসিংহ):
ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের দাপুনিয়া বাজারে সরকারী সম্পদ অবৈধ ভাবে দখলে নিয়ে নির্মাণকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্দেশনায় সরকারী সম্পদ প্রভাবশালীদের কবল থেকে উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসাবে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে সদর সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান এই এই অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানে সরকারী সম্পদে প্রভাবশালীদের নির্মিত প্রায়৭০-৮০টি দোকান উচ্ছেদ করা হয়। যেগুলো ভাড়া দিয়ে অবৈধ উপায়ে অর্থ হাতিয়ে নিতো দখলকারীরা। ইউএনও’র এই অভিযান ধন্যবাদ জানিয়েছেন দাপুনিয়ার বিভিন্ন পেশাশ্রেণীর মানুষ।
উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান-দাপুনিয়া বাজার ময়মনসিংহ জেলা সদরের পাশ্ববর্তী একটি জনবহুল বাজার,কিন্তু এই বাজারে কিছু অবৈদ স্থাপনা রয়েছে যা সরকারী জায়গায় রাস্তার মধ্যস্থলে থাকায় বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের জন্য বিপদজনক,এই বাজারে রয়েছে ইউনিয়ন ভূমি অফিস। তবে এসব অবৈধ স্থাপনার জন্য সরকারী এই গুরুত্বপূর্ণ কার্যালয়েও প্রবেশ করা মানুষের জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়,রাস্তা থেকে বুঝার উপায় নেই যে এখানে একটি সরকারী গুরুত্বপুর্ণ সেবা প্রতিষ্ঠান ভূমি অফিস রয়েছে। তাছাড়া দাপুনিয়া ইউনিয়নটিকে মডেল ইউনিয়ন করার পরিকল্পনা রয়েছে,সাথে বাজারটিকেও একটা আধুনিক বাজারে পরিণত করা হবে। তাই মানুষ যাতে বাজারে এসে নির্ভিগ্নে কেনা-বেচা করতে পারে সে লক্ষে বাজারে অবস্থিত এসব অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ কার্যক্রম চলছে। তিনি বলেন-পর্যায়ক্রমে উপজেলার সকল সরকারী বাজারেই এই অভিযান পরিচালনা করা হবে।
সরকারী সম্পদ উদ্ধার ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ইতিপুর্বেও বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকায় ও নগরীর মেছুয়াবাজার, ষ্টেশন রোড়, গাঙ্গিনারপাড়, নতুনবাজার এলাকার ফুটপাত সমুহ পর্যবেক্ষন করেন এবং সেইসাথে ফিরতি আসার পথে চরপাড়া মোড় এলাকাও পর্যবেক্ষন করে জেলা প্রশাসনের নির্দেশনায় এ সব জায়গায় অভিযান চালানো হযেছিল ঐ সমস্থ এলাকা গুলো এখন সম্পুর্ন ফুটপাত অবৈধ দখল মুক্ত। উদ্ধার হয়েছে ব্যাপক সরকারী সম্পদ। সরকারের খাস খতিয়ানভূক্ত সরকারী সম্পদ অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিত এই অভিযান অব্যহত থাকবে বলে জানায় ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। অভিযান পরিচালনা কালে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহীনী সহায়তা করেন।