
আরিফ রববানী,(ময়মনসিংহ)
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা আব্দুল কদ্দুস মন্ডল ইউনিয়নকে করোনা ভাইরাস মুক্ত রাখতে ব্লিচিং পাউডার,ডেটল সাবান,ও সার্জিকাল মাস্ক বিতরণ করেছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) ইউনিয়ন পরিষদে ব্লিচিং পাউটার বিতরণ করেন তিনি। এসময় এলজিএসপি- প্রকল্পের বরাদ্দের আওতায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইউনিয়ের ১৫০ জন মূক্তভোগীর মাঝে ২ টি করে ডেটল সাবান,৫ টি করে সার্জিকাল মাস্ক বিতরণ করেন ১৫০ জনের মাঝে। এ সময় চেয়ারম্যান কদ্দুস মন্ডল বলেন, করোনায় আতঙ্ক না হয়ে সরকারের পাশাপাশি সচেতনতামূলক কাজে সবার এগিয়ে আসা দরকার। বিশেষ করে জনপ্রতিনিধিগণ তার ওয়ার্ড ও ইউনিয়নকে করোনা ভাইরাস প্রতিরোধে এগিয়ে আসলেই কেবল সরকারি উদ্যোগ সফল হবে এবং ইউনিয়ন তথা দেশের মানুষকে করোনা ভাইরাস মুক্ত রাখা যাবে। তিনি সকল মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নিয়ম মেনে চলার অনুরোধ করেন। ব্লিচিং পাউডার বিতরণের সময় দুরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন ইউপি সচিব নুরুল ইসলাম,ইউনিয়নের ইউপি সদস্যগণ ,উদ্যোক্তা প্রমুখ।