ষ্টাফ রিপোর্টারঃ
মেধার মুল্যায়ন করেই সাংবাদিক নিয়োগ করে ময়মনসিংহ প্রতিদিন পত্রিকাকে জনকল্যাণে জনগণের আস্থার প্রতীক হিসাবে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে বলে অভিমত ব্যক্ত করেছেন ময়মনসিংহ থেকে প্রকাশিত জাতীয় সংবাদ পত্র ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড.ইদ্রিস খাঁন। তিনি বলেন-ইতিপুর্বে এই পত্রিকাটি পরিচালনার জন্য আমি একজনকে দায়িত্ব দিয়েছিলাম। উনি যেভাবে পত্রিকা চালিয়েছেন আমি তার চেয়ে ভিন্নভাবে চালানোর চেষ্টা করছি। তিনি ২৩শে আগষ্ট রবিবার সকাল-১১টায় মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার হল রুমে ময়মনসিংহ প্রতিদিন আয়োজিত প্রতিনিধি সম্মেলনে ময়মনসিংহ প্রতিদিন পত্রিকায় কর্মরত বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত উপস্থিত সাংবাদিক ও প্রতিনিধিদের উদ্দেশ্যে এসব কথা বলেন। ড.ইদ্রিস খান বলেন- ময়মনসিংহ প্রতিদিন পত্রিকায় প্রকৃত সাংবাদিকদের নিয়োগ দেওয়া হবে,সংবাদ লেখায় ধারণা নেই এমন সাংবাদিক নিয়োগ দেওয়া হবেনা। মেধাবীদের কার্ড দিয়ে ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি হিসাবে বিভিন্ন উপজেলায় দায়িত্ব দিয়ে পত্রিকার সুনাম বৃদ্ধি করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচছে। সেক্ষেত্রে তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রতিনিধি সভায় ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট শিক্ষানুরাগী ড. মোঃ ইদ্রিছ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ময়ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান তালুকদার। তিনি তার বক্তব্যে- আগামী দিনে ময়মনসিংহ প্রতিদিন পত্রিকাকে আরো পাঠকপ্রিয় করতে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে আরো দায়িত্ব শীল হয়ে কাজ করতে সকল সাাংবাদিকদের কে আহবান জানান।
ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার ষ্টাফ রিপোর্টার আজহারুল ইসলামের সঞ্চালনায় প্রতিনিধি সভায় উদ্ভোধনী বক্তব্য রাখেন- ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ খাইরুল ইসলাম আল আমিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রতিদিনের ম্যানেজিং ডিরেক্টর আরিফুল ইসলাম।
সভায় পত্রিকার প্রচার প্রসার ও মান উন্নয়ন বিষয়কে অগ্রাধিকার দিয়ে সে বিষয়ে গুরুত্বপুর্ন আলোচনা করা হয়।ময়মনসিংহ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ড.ইদ্রিস খান তার বক্তব্যে আরো বলেন, আমরা যেন পত্রিকায় প্রকাশিত সংবাদ কে জনকল্যাণে কাজে লাগানোর মাধ্যমে সুনাম অর্জন করে ময়মনসিংহ বিভাগের মাঝে সেই সুনাম ও শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারি এ ব্যাপারে সবাইকে আরও মান সম্পন্ন সংবাদ পাঠাতে হবে। পত্রিকার গুনগত মান বৃদ্ধি ও নিয়মিত পত্রিকা প্রকাশে সার্বিক সহযোগিতাসহ তিনি সকল প্রতিনিধিকে আরো গুরুত্ব সহকারে দায়িত্ব পালনের জন্য আহবান জানান।
আলোচনার শুরুতে জাতীয় শোক দিবস ১৫আগষ্টে নিহত সকল বীর শহীদদের স্বরণে ১মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয় পরে শেষে মোনাজাতে সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ময়ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার ষ্টাফ রিপোর্টার আরিফ রববানী, এনামুল হক ছোটন, সার্কুলেশন ম্যানেজার আনিসুর রহমান, ময়মনসিংহ সদরের মফিজুল ইসলাম লাভলু,নান্দাইল উপজেলা প্রতিনিধি শাহজাহান ফকির,মজিবর রহমান সোবান,নেত্রকোনা প্রতিনিধি আলী সোবান, নালিতাবাড়ী প্রতিনিধি মাহফুজুর রহমান ফয়সাল,দুর্গাপুর প্রতিনিধি এম এস রফিকুল ইসলাম, নকলা প্রতিনিধি নাসির উদ্দীন,ময়মনসিংহ সদর প্রতিনিধি বিপ্লব চন্দ্র বর্মন,মোহাম্মদ আলী,তারাকান্দা প্রতিনিধি শামীম ইঞ্জিঃ সালাহ উদ্দিন উজ্জল,ময়মনসিংহের সোহানুর রহমান,শহিদুল ইসলাম,খোকন শাহা,ফুলপুর প্রতিনিধি ইয়াকুব আলী,ময়মনসিংহের লিংকন,তাইজুল ইসলাম জুয়েল,ফুলবাড়িয়া প্রতিনিধি হাফিজুল ইসলাম স্বপন,গফঁরগাও মাজহারুল হক,নেত্রকোনা প্রতিনিধি আব্দুর রহমান,রুমা আক্তার প্রমুখ।