স্টাফ রিপোটার:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে৩ বছর পর মেধাবী শিক্ষার্থী তানভির হাসান জানলো জেএসসিতে সে বৃত্তি পেয়েছিল। এসএসসি’তে ঐ মেধাবী শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এসএসসি’র মেধাতালিকা দেখার জন্য ইন্টারনেটে সার্চ দিলে সম্প্রতি তানভির জানতে পারে জেএসসিতেও সে জেনারেল (সাধারণ) শাখায় বৃত্তি পেয়েছে। মেধাবী শিক্ষার্থীর বৃত্তি পাওয়ার বিষয়টি গোপন করে রাখার ঘটনায় অভিভাবক মহলে ক্ষোভ বিরাজ করলে টনক নড়ে প্রশাসনের।
উপজেলার ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সনের জেএসসি পরিক্ষায় অংশ গ্রহন করে মোঃ তানভির হাসান। তানভির দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী। তার পিতা দরিদ্র লাল মিয়া চা বিক্রি করে ছেলেকে লেখাপড়া করান। জেএসসিতে জেনারেল (সাধারণ) কোটায় তানভির বৃত্তি পাওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গোপন করে রাখে। মেধাবী শিক্ষার্থী বৃত্তির টাকা থেকে বঞ্চিত হয় সেই সাথে হারিয়ে ফেলে লেখাপড়ার উৎসাহ। ২০১৯ সনে একই বিদ্যালয় থেকে তানভির এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ পাওয়ার পর সম্প্রতি উপজেলায় নিজের মেধাতালিকা দেখার জন্য ইন্টারনেটে সার্চ দিলে জানতে পারে সে জেএসসিতেও বৃত্তি পেয়েছিল। মেধাবী শিক্ষার্থীর বৃত্তি পাওয়ার বিষয়টি গোপন করে বৃত্তির অর্থ আত্নসাতের বিষয়টি নিয়ে অভিভাবক মহলে ক্ষোভ বিরাজ করছে।
মেধাবী শিক্ষার্থী তানভির হাসান জানান, বৃত্তি পাওয়ার বিষয়টি আগে জানলে লেখাপড়ায় আরও উৎসাহ বাড়তো।
মেধাবীর শিক্ষার্থীর পিতা দরিদ্র লাল মিয়া বলেন,কার কাছে বিচার দিমু স্যারেরা যদি ভুল করেন।
বিদ্যালয়রে প্রধান শিক্ষক অখিল তরফদার জানান, আমাদের ভুল হয়েছে। আমরা বিষয়টি মিমাংসার চেষ্টা করছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, প্রধান শিক্ষক বিষয়টি শেষ করার জন্য ২ দিনের সময় নিয়েছেন। ২ দিনের মধ্যে বিষয়টি সুরাহা না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।