Header Image

সাংবাদিক রাহাত খান এর মৃত্যুতে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের শোক।

 

খ্যাতিমান কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

রাহাত খান (৭৯) শুক্রবার রাত ৮ টায় ঢাকাস্হ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন
( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,বর্নাঢ্য সাংবাদিক জীবনে রাহাত খান কথাশিল্পী,ছোটগল্প,প্রবন্ধ- নিবন্ধ ও উপন্যাসের নিপুণ কারিগর ছিলেন।

শুক্রবার (২৮শে আগষ্ট) বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক শোক বার্তায় বিরোধীদলীয় নেতা আরও বলেন, গণমাধ্যম কর্মীদের অধিকার আদায় ও দক্ষতা উন্নয়নে তিনি রেখেছেন উল্লেখ্য অবদান।একুশে পদকপ্রাপ্ত এই কৃতি ব্যক্তিত্বের মৃত্যুতে দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল – যা সহজে পূরণ হবার নয়।

বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!