Header Image

কাঠাল ইউনিয়ন কে উন্নয়নের রুল মডেল করতে চাই।। চেয়ারম্যান কামাল।

 

আরিফ রববানী।।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়ন জনপ্রিয় চেয়ারম্যান তরুণ রাজনীতিবিদ ও সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন কামাল বলেছেন সুখী- সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে দেশের মানুষের দুঃখ কষ্ট লাঘব করার লক্ষ্যে বর্তমান সরকার লোকাল গভমেন্ট সাপোর্ট প্রজেক্ট কর্মসূচির (এলজিএসপি)প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সারাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সকল প্রকার বরাদ্ধ প্রকৃত উপকার ভোগীদের মাঝে পৌছে দিতে কাজ করে যাচ্ছি। বরাদ্দকৃত এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কাঁঠাল ইউনিয়ন কে উন্নয়নের মাধ্যমে দৃশ্যমান ইউনিয়ন হিসাবে গড়ার জন্য সকল কর্ম পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এসব উন্নয়ন কর্মকান্ড কে আরো এগিয়ে নিতে তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেছেন। ৩১শে আগস্ট মঙ্গলবার বিকেলে ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এলজিএসপি-৩ এর আওতায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প নিয়ে আয়োজিত এক উন্মুক্ত ওয়ার্ড সভায় উপস্থিত জনতার সামনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাপা নেতা কাঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল। ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নূরুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সচিব আবুল কালামের সঞ্চালনায় ওয়ার্ড সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন-৭,৮,৯নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য নাজমা আক্তার,১২৩ নং নং ওয়ার্ডের ইউপি সদস্য তাহমিনা আক্তার (তমা) ৫নং ওয়ার্ডের মেম্বার দুলাল উদ্দীন,৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আরজু মিয়া,২নং ওয়ার্ডের মেম্বার মজিবুর রহমান প্রমুখ।

এর আগেও ইউনিয়নের সকল ওয়ার্ডে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল। সর্বশেষ ৭নং ওয়ার্ডের এই ওয়ার্ড সভায় তার বক্তব্যে – এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় বাস্তবায়িত ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের চিত্র জনসমক্ষে তুলে ধরেন। এছাড়াও তিনি জনকল্যাণে বরাদ্দকৃত গরীব হত-দরিদ্র অসহায়দের মাঝে সরকারের বরাদ্ধকৃত শতভাগ বয়স্ক,বিধবা,প্রতিবন্ধী ভাতার কার্ড স্বচ্ছতার মাঝে বিতরণের লক্ষে সকলের সহযোগীতা প্রতাশা করেন। তিনি উপস্থিত জনতার মাঝে- এলজিএসপি-১,২,৩ সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন এবং আগামী দিনে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার মাধ্যমে কাঠাল ইউনিয়ন কে উন্নয়নের রুল মডেল হিসাবে গড়তে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। এসময় উপজেলার যত্ন প্রকল্পের প্রতিনিধি তারেক রাব্বানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!