স্টাফ রিপোটারঃ
ময়মনসিংহ শহর চিকিৎসা নগরী ও শিক্ষা নগরী হিসাবে খুবই খ্যাতি রয়েছে। আর চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে মেডিসিন শপের ভূমিকা অপরিসীম। আর ময়মনসিংহের মেডিসিন শপের হাজার হাজার দোকান থাকলেও মাত্র কয়েকটা মডেল মেডিসিন শপের দোকান রয়েছে। গত (৩০ আগষ্ট) রবিবার ময়মনসিংহ নগরী অন্যতম চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত চরপাড়া এলাকায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পাইলট প্রকল্পের আওতায় চারটি মডেল মেডিসিন শপের উদ্বোধন করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমান। চারটি মডেল মেডিসিন শপ হলো বাংলাদেশ ব্যাংক কমিউনিটি হাসপাতাল ময়মনসিংহ লিঃ এর মডেল মেডিসিন শপ,লাজফার্মা মডেল মেডিসিন শপ, পপুলার মেডিসিন কর্ণার দুটি একটি বাহিরে ও একটি ভিতরে । উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন উপপরিচালক শফিকুল ইসলাম, ময়মনসিংহ ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক আব্দুল বারী, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি দিবাকর দে, সিনিয়র সহ-সভাপতি ও বি সি ডি এস কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক মোঃ মেজবাহুল আলম (রতন), সহ-সভাপতি নূরুল হোসেন, ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতাল ময়মনসিংহ লিঃ এর হাসপাতাল ইনচার্জ মুহাম্মাদ আব্দুল হাই ও ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডাঃ উম্মে ফারহানা মিম এবং হিসাব ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, লাজফার্মা ময়মনসিংহ শাখার ডাইরেক্টর মাসুদ পারভেজ,পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ ময়মনসিংহ এর ম্যানেজার নূর ইসলাম ও মেডিসিন ইনচার্জ শামসুল হক, হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং ঔষধ সমিতির ময়মনসিংহ জেলা শাখার সকল নেতৃবৃন্দ।