Header Image

বঙ্গবন্ধুর আদর্শ আর চেতনা নতুন প্রজন্মকে ধারণ করতে হবে- গৌরীপুরে উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল।

আরিফ রববানী,(ময়মনসিংহ)

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা মোফাজ্জল হোসেন খাঁন –
বলেছেন “এই ঐতিহাসিক শোকের মাসে জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইনে আয়োজিত বঙ্গবন্ধুকে জানো কুইজ, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, হামদ-নাত ও সংগীত প্রতিযোগিতাকে আমি সাধুবাদ জানাতে চাই, যেখানে খুবই সময়োপযোগী ও শিশু বান্ধব একটি এনিমেশনে সংবিধানের পেছনে বঙ্গবন্ধুর মৌলিক কাজগুলো দেখানো হয়েছে। এই স্টপ-মোশন এনিমেশনটি শুধু গল্পই বলে নি বরং শিশু হৃদয় উন্মোচন করবে এবং বাংলাদেশের সঠিক ইতিহাস জানার ব্যাপারে, নিজেদের গৌরবোজ্জ্বল জাতিগত পরিচয় উপলব্ধি করার ব্যাপারে আগ্রহী করবে।”

চিত্রাঙ্কন শিশুদের উপযোগী রঙ্গীন রূপক এবং প্রতীক দিয়ে এনিমেশনটি তুলে ধরেছে বঙ্গবন্ধুর রাজনীতির চারটি মূলনীতি – গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম-নিরপেক্ষতা, এবং জাতীয়তাবাদ। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান একটি ছোট মেয়েকে পাখির বাসা তৈরী শেখান, সাথে তিনি বলে যান সেসব পেছনের গল্প যা জাতির জন্য একটি কাঠামো পরিকল্পনায় তার নীতি-আদর্শকে প্রভাবিত করেছিল।

তিনি ৩১শে আগস্ট সোমবার ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইনে আয়োজিত বঙ্গবন্ধুকে জানো কুইজ, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, হামদ-নাত ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন “যদি আমরা আমাদের বাচ্চাদের উপভোগ্য, আকর্ষণীয় শিক্ষাসামগ্রী দিয়ে শিক্ষিত করতে পারি – তবে তারা স্বাভাবিকভাবেই এইসব তথ্য গ্রহণ করবে। বাচ্চাদেরকে আমাদের জাতির জনকের সঠিক ইতিহাস শেখাতে হবে, জাতির জন্মের গল্পগুলি তাদের মধ্যে নিজেদের জাতিগত পরিচয় সম্পর্কে অনুভূতি তৈরি করবে যা অতীব গুরুত্বপূর্ণ। এমন আয়োজন আমাদের জাতির পরিচয়, মূল্যবোধ এমন ভাবে বাচ্চাদের সামনে তুলে ধরবে যা তারা উপভোগ করে শিখতে এবং সহজে মনে রাখতে পারবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, বঙ্গবন্ধু’র আদর্শ আর চেতনা নতুন প্রজন্মকে ধারণ করতে হবে। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আজকের ছেলেমেয়ে সেই আদর্শ লালন করতে হবে।

উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে ও অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল কাদির, গ্রামীন ব্যাংকের ম্যানেজার মোঃ আবুল হোসাইন, ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম মিন্টু, আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মালেক, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক মোঃ ইয়াহিয়া, মোঃ আমিরুল মোমেনীন, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান, আব্দুল ওয়াহেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেন, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান বুরহান, যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খাঁন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার প্রাপ্ত হলেন চিত্রাঙ্কন প্রতিযোগিতা ক গ্রুপ কলেজ-বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে প্রথম স্থান চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিনা আফরিন এ্যানি, দ্বিতীয় স্থান ময়মনসিংহ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী তাসমীম তাসফিয়া হক আরশি, ৩য় স্থান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্য্যালয়ের শিক্ষার্থী সানজানা তাসনীম তারিন, খ গ্রুপে মাহমুদা রহমান মুন্নী, তাস্মিম রশিদ অপর্না, রোকাইয়া বিনতে এমদাদ, গ গ্রুপে নাফিস আবিদ খান, এহসানুল হক জারিফ, ফারহান আফসার তাইফ, ঘ গ্রুপে মাহবুবা রহমান মুক্তি, পুলক সরকার টুটুল, ঙ গ্রুপে তোফায়েল আহমেদ আদিব, ফাহিম শাহরিয়ার, রিজবান রিসাদ লামিম, চ গ্রুপে এহসানউল্লাহ আরজু, জুলিয়ন সরকার পুনম, মারইয়াম বিনতে মালেক, ছ গ্রুপে যৌথভাবে ১ম আহনাফ রশিদ তনয়, রিফাহ তাসনিয়া তরী, ২য় কাশফিয়া জাহান তৃপ্তি, মাশাউফি রহমান হুমায়রা, ৩য় তাহমিন ইসলাম আদিব, মোঃ সিয়াম আহনাফ। আবৃত্তিতে আফরিন জান্নাত সূচী, ২য় ফাহিম শাহরিয়ার জয়, যৌথ ৩য় তাহিদুজ্জামান, আবিদ, সংগীতে ফাহিম শাহরিয়ার জয়, তাহিদুজ্জামান, সুহাইমা সামরীন রিশানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!