ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কৃতিসন্তান ঢাকা কর অঞ্চল-১ এর উপ-কর কমিশনার মো: রাশেদুল হাসান করোনা পজেভিট হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে করোনা পরীক্ষা শেষে তাঁর পজেটিভ রির্পোট দেয় সংশ্লিষ্ট চিকিৎসক।
পরিবার সূত্র জানায়, এর আগে তাঁর পিতা কুমিল্লা বাড এর সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা ইয়াসীন আলী এবং মা রোকেয়া বেগমের করোনা পজেটিভ ধরা পরে। বর্তমানে তাঁরা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের (পিজি) কেবিন ব্লকে ভর্তি আছে।
মো: রাশেদুল হাসান জানান, আমার পিতা-মাতার আগে আমার স্ত্রী পুলিশ কর্মকর্তা ফাহমিদা হক শেলী করোনা পজেটিভ হয়ে সুস্থ আছেন। আমি আমার পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।