Header Image

গাজীপুরে জীবনের নিরাপত্তা চেয়ে শিক্ষিকার সংবাদ সম্মেলন

স্টাফ রিপোটারঃ

গাজীপুরের শ্রীপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও শ্লীলতাহানির অভিযোগে ফারজানা ইয়াসমিন নামের এক শিক্ষিকা সংবাদ সম্মেলন করেছেন।

গতকাল(০৩ অক্টোবর ) বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা গ্রামের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টেংরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফারজানা ইয়াসমিন।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৭ আগস্ট দুপুরে তিনি তার শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন শেষে মেয়েকে নিয়ে ওষুধ কেনার জন্য টেংরা ব্রিজের নিকট পৌঁছালে শ্রীপুরের হোসাইন আলী বাবু ও রাশেদুল হাসান প্রাইভেটকারে এসে ওই শিক্ষিকার পথ রোধ করে ক্যামেরায় ছবি তুলতে থাকেন।

এসময় ছবি তুলতে বাধা দিলে বাবু ও রাশেদ তাঁর শ্লীলতাহানি করে। তাঁর ডাকচিৎকার শুনে বড় ভাই আক্তার মাস্টার ও স্থানীয়রা এসে শিক্ষিকাকে উদ্ধার করেন।

তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে অভিযুক্তরা তাকে বিভিন্ন ধরনের হুমকি/ধমকি ও প্রাণনাশের কথা বলে। এমতাবস্থায় তার ও সন্তানদের নীরাপক্তা চেয়েছেন ভুক্তভোগী ফারজানা ইয়াসমিন।

এসময় তিনি অভিযোগ করে বলেন, শ্লীলতাহানি করে উল্টো তাদের বিরুদ্ধেই সাজানো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ন্যায়বিচার ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার দাবি জানিয়েছেন শিক্ষিকা ফারজানা ইয়াসমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!