সাইফুল ইসলাম তরফদার :
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশী বাঁধা উপেক্ষা করে উপজেলা বিএনপি’র
সাবেক সভাপতি ও সাবেক এমপি ইঞ্জি. শামছ উদ্দিন স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভা হওয়ার কথা থাকলেও
তা বাঁশদী বাজার সংলগ্ন একটি অটো গ্যারেজে অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত স্মরণ
সভায় উপজেলার দক্ষিণাঞ্চল এনায়েতপুর, কালাদহ, ভবানীপুর ও আছিম পাটুলী
ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা সভায় যোগদান করেন। সভায় সভাপতিত্ব
করেন জেলা বিএনপি’র সদস্য ও ঢাকা গুলশান থানা ছাত্রদলের সাবেক সাধারণ
সম্পাদক মামুনুর রশিদ মামুন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সহ-
সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. আজিজুর রহমান, জেলা
বিএনপি’র সদস্য একেএম শমসের আলী, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ
সম্পাদক মিজানুর রহমান পলাশ, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন তাপস,
বিএনপি নেতা ড. খলিলুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় ছাত্রদলের সাবেক
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ সুজন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি
তানভীর সরকার, সম্পাদক হুমায়ুন, মোজাম্মেল হক, ছাত্রদল নেতা মো: রফিকুল ইসলাম
রফিক, কামাল, মোস্তাফিজ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মামুনুর রশিদ মামুন বলেন, আমাদের সরলতা কে দুর্বল ভাবার কোন
সুযোগ নেই। জীবত শামছ উদ্দিনের চেয়ে মৃত শামছ উদ্দিন অনেক শক্তিশালী।
কমিটি হচ্ছে ওমুক তমুক পদ নিয়ে আসছে এগুলো বলে দলীয় নেতা কর্মীদের ঐক্য
বিনষ্ট করা যাবে না। আগামীতে নবীন ও প্রবীনের সমন্বয়ে শক্তিশালী কমিটি হবে।