Header Image

আশুলিয়া প্রেসক্লাবে বোমা বিস্ফোরণ

মৃদুল ধর ভাবন:

সাভারে আশুলিয়া প্রেসক্লাব চত্ত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এঘটনায় অল্পের জন্য সাংবাদিকরা প্রাণে বাঁচলেও এমন কান্ডে হতবিহ্বল তারা।
প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, রবিবার রাতে নবীনগর-চন্দ্রাা মহাসড়ক সংলগ্ন আশুলিয়া প্রেসক্লাব চত্ত্বরে এ ঘটনা ঘটে।
প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকরা আরো জানান, রাত ৮টা ১০ মিনিটে হঠাৎ প্রেসক্লাব চত্ত্বরে বিকট আওয়াজে বিস্ফোরণ হয়। এসময় উপস্থিত সাংবাদিকরা ঘটনার কারণ জানতে চেষ্টা করেন। প্রেসক্লাবের সামনে দাড়িয়ে থাকা সময় টিভির সাংবাদিক মোজাফফর হোসেন জয়ের ব্যক্তিগত গাড়ির নিচে আবারো একটি বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত সাংবাদিকরা আতঙ্কিত হলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে
বলেন এ ব্যপারে আশুলিয়া প্রেসক্লাবের যুগ্ন আহ্বায়ক খোকা মোহাম্মদ  চৌধুরী জানান,সাম্প্রতিক সময়ে স্থানীয় মাদক কারবারীরা আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টেলিভিশনের ঢাকা জেলা প্রতিনিধি মোজাফ্ফর হোসেন জয় কে নিউজের সুত্র ধওে বোমা মেওে হত্যার হুমকি দেয়। তারই ধারাবাহিকতায় এ বোমা হামলা হতে পারেবলে ধারনা করা হচ্ছে।
, আজ অল্পের জন্য বেঁচে গেছি আমরা। হয়তো ককটেলে থাকা স্লিন্টার বিঁধে আমরা হতাহত হতে পারতাম। তাই সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করছি।
এ ঘটনায় আশুলিয়া থানা পুলিশ জানান ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
সট- জিয়াউর রহমান জিয়া, পরিদর্শক (তদন্ত), আশুলিয়া থানা।
প্রসঙ্গত, গত ২৩ তারিখ আশুলিয়া প্রেসক্লাব চত্ত্বরে এসে সময় টিভির ঢাকা জেলা ব্যুরো প্রতিনিধিকে মোজাফফর হোসেন জয়কে গুলি ও বোমা মেরে হত্যার হুমকি দিয়ে যায় মানিক নামে এক মাদক ব্যবসায়ী। তবে এঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!