by SF News
সাইফুল ইসলাম তরফদারঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ গােলাম কিবরিয়া শিমুল তরফদারের আয়ােজন মঙ্গলবার মিলাদ , দোয়া ও অসহায় প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় । মঙ্গলবার বিকালে রাধাকানাই ইউনিয়ন পরিষদের হলরুমে এই বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয় । এ সময় রাধাকানাই ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ কাদের ভুইয়া , ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী মাস্টার , ইউনিয়ন পরিষদের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । বিশেষ দোয়া শেষে অসহায় প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
Post Views:
৮৭২