Header Image

মুক্তাগাছায় ফার্ম হতে গরু ডাকাতি ঘটনায় গ্রেফতার-৫।। ডিবি ওসি শাহ্ কামালের সাফল্য।।

 

আরিফ রববানী,(ময়মনসিংহ)

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় আরব এগ্রো ফার্মে ডাকাতির ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে ১০ই অক্টোবর শনিবার দিমভর ঢাকা, সাভার, পাবনা ও সিরাজগঞ্জ জেলা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত আসামীদের নিকট থেকে বিপুল পরিমাণ ডাকাতিকাজে ব্যবহ্রত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র শস্ত্র উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়-গত ইং ২৭শে সেপ্টপম্বর ২২/২৩ জনের একটি অজ্ঞাত ডাকাত দল জেলার মুক্তাগাছা আরব এগ্রো ফার্মে দারোয়ানদের হাত, পা বেঁধে ১৬ টি গরু (২০,০০,০০০/-(বিশ লক্ষ) টাকা মূল্যের) ডাকাতি করে নিয়ে যায়। এই ঘটনায় মুক্তাগাছা থানায় একটি ডাকাতি মামলার রুজু হয়,যার মামলা নং-২৫, তারিখ-২৮/০৯/২০২০ ইং ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড)। জেলা গোয়েন্দা পুলিশ মামলাটি স্বল্প সময়ে তদন্ত করে একটানা অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ০৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-
বগুড়া জেলার ধুনট উপজেলার সরকারপাড়া এলাকার মৃত আলাল উদ্দীনের ছেলে মোঃ রাব্বানী হোসেন (২৮), ঢাকা জেলার ধামরাই দক্ষিণপাড়া এলাকার মৃত আঃ আব্দুল মালেকের পুত্র মোঃ শহিদুল ইসলাম (২৮), সিরাজগঞ্জের বুড়বুড়িয়া এলাকার রেজাউল করিমের পুত্র মাসুদ রানা (৩২),পাবনা জেলার আতাইকুলা উপজেলার আলিম উদ্দিনের পুত্র
মোঃ সবুজ হোসেন (২২),টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার পুংলি এলাকার মৃত গনির পুত্র মোঃ হুমায়ুন কবির (৩৪)।এসময় তাদের হেফাজত থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ০১টি ট্রাক, ০১টি প্রাইভেটকার, ১টি তালা কাটার “কাটার মেশিন”, ০৩টি চাকু, ৬ টকুরা রশি, ১টি কেচি, ২টি ত্রিপল ও হাসিল বই উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ জানায়-গ্রেফতারকৃতদের মাঝে ইতিমধ্যে ০৩ জন আসামী বিজ্ঞ ০২নং আমলী আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

এদিকে অতি দ্রুত গতিতে স্বল্প সময়ের ব্যবধানে এমন একটি ডাকাতির ঘটনা তদন্ত করে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হওয়ায় ডিবি ওসি শাহ কামাল আকন্দের মেধা ও বুদ্ধির সফলতার প্রশংসায় মেতে উঠেছেন ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলার সর্বস্তরের জনগণ। অনেকেই বলছেন মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্যের প্রমাণ দিয়েছেন ওসি শাহ কামাল আকন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!