Header Image

আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগের শুভ জম্ম দিন উপলক্ষে আনন্দ র‍্যালী

মৃদুল ধর ভাবনঃ

 

আতিকুজ্জামান পাটোযারীওসানাউল্যা সানীর নেতৃত্বে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশুলিয়া থানা কমিটির উদ্যোগে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে অর্ধশতাদিক পিকাপ ভ্যান নিয়ে মোহাম্মদপুর কলাবাগান আবাহনী ক্রীরাচক্র এবং ধানমন্ডি ৩২নাম্বার বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ কেন্দীয় সাধারন সম্পাদক আলহাজ্ব আজম খসরুর সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন।আলোচনা শেষে শোভাযাত্রাটি রপ্তানি র‍্যালী শুরু করে জিরাবো. আশুলিয়া. বাইপাইল. নবীনগর .ভলিবদ্র. শ্রীপুর ঘুরে আশুলিয়ার জামগড়া শ্রমিকলীগের অফিসে শেষ করে এবং সেখানে আলোচনা সভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগের নেতা আতিকুজ্জামান পাটোয়ারীও সানাউল্যা সানী । এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোঃ মামুন রানা ও সুমন আহমেদ . জিয়া মীর,মুক্তার মুন্সি ,জিয়াউর রহমান ,মাহফুজ রহমান সুমন ,আল আমিন ,মোহাম্মদ বিপ্লব ,আব্দুল কুদ্দুস , মোহাম্মদ ইমু ,শরিফুল ইসলাম, মোহাম্মদ মামুন,তুষার ,মারজুল শিকদার ,মামুন রানা, খলিল আয়নাল ইদ্রিস , শাহিন আলম, মামুন রানা, মোহাম্মদ সালাউদ্দিন, রাব্বি,সহ আশুলিয়া থানা শ্রমিকলীগ ইউনিয়ন ওয়ার্ড শ্রমিকলীগ এর সকল নেতাকর্মিবৃন্দ। শোভাযাত্রাটিতে বিশেষ দায়িত্ব পালন করেন, মাইকিংএর মধ্যমে সৃংখলা বজায় রাখেন
সহ জাতীয় শ্রমিক লীগের ইউনিয়ন কমিটির অন্যান্য নেতাকর্মীগণ।
এ সময় বক্তারা বলেন, ১৯৬৯ সালে বঙ্গবন্ধু এই শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর হাতে গড়া জাতীয় শ্রমিক লীগ ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য থানা কমিটির নেতাকর্মীরা সর্বদাই চেষ্টা করে যাচ্ছে। উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!