কালিয়া( নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলে কালিয়ায় ধর্ষণ মামলার আসামি বরকত মুন্সীকে (২৭) গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৫ অক্টোবর) বেলা ১২টা ৩০মিনিটের সময় ধর্ষনের শিকার গৃহবধূর পরিবার ও এলাকাবাসীর আয়োজনে কালিয়া উপজেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করে। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে ধর্ষককে গ্রফতার ও ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য দেন নির্যাতিতা গৃহবধূর পিতা মোঃ ইখতার শেখ,গৃহবধূ ভাই, ও এলাকাবাসী।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেমবার বুধবার দিবাগত রাতে কালিয়ার গাছবাড়িয়া এলাকায় প্রতিবেশী বখাটে বরকত মুন্সী ঘরের জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে।গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক বরকত মুন্সী পালিয়ে যায়। ধর্ষণের ঘটনায় ৪ অক্টোবার গৃহবধূ নড়াগাতি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। কিন্তু মামলার ১১ দিন অতিবাহিত হলে ও এখনো ধর্ষককে আটক করতে পারিনি পুলিশ।