by SF News
আনোয়ার হোসেন তরফদারঃ
ভালুকা মডেল থানার (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেছেন, নিরাপদ সমাজ গড়ি নারী নির্যাতন বন্ধ করি। নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা বন্ধে সমানভাবে নারী-পুরুষের সচেতনতা প্রয়োজন। নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি নারী বান্ধব দেশ গড়ি। নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলা হল রুমের ভালুকা পৌরসভা বিট পুলিশের আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশের বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সারাদেশে মতো ভালুকা উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একযোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন- ময়মনসিংহের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা পৌর মেয়র ডা. একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, ভালুকা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সাইদুর রহমান, ভালুকা পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি সাদিকুর রহমান তালুকদার, ভালুকা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলসহ আরও অনেকে।
Post Views:
৭৪৮