Header Image

শিক্ষকের অত্যাচারে পালিয়ে বেড়াচ্ছে এক নিরীহ পরিবার!

ময়মনসিংহ প্রতিনিধি :

 

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর
উত্তরপাড়া গ্রামে এক শিক্ষকের অত্যাচারে পালিয়ে বেড়াচ্ছে মৃত আসাদ আলীর
নিরীহ পরিবার! সেই প্রভাবশালী ও শিক্ষক আফতাব আলীর বিরুদ্ধে ময়মনসিংহ জজ
কোর্টে ৭ধারা মামলা দায়ের সহ ফুলবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করা
হয়েছে।
জানা যায়, সবজিখ্যাত এনায়েতপুর ইউনিয়ন। এ ইউনিয়নের প্রায় সকল পরিবারের
লেবুর বাগান রয়েছে। সেই লেবু বাগানে লেবু চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরীহ
চাপকল মিস্ত্রি মফিজুল এর উপর মিথ্যা অভিযোগ এনে তার বাড়ী ঘর ঘেরাও করে
প্রাণে মেরে ফেলতে হুমকি দিয়ে ঘুরে বেড়াচ্ছে আফতাব গংরা। এ নিয়ে
একাধিকবার সালিশ দরবার হলেও প্রভাবশালীরা নিজেদের প্রভাব খাটিয়ে সেই
সালিশ দরবার বানচাল করেছে। গত ২৩ অক্টোবর শুক্রবার ফুলবাড়িয়া থানায় জিডি করে
মফিজুল। পরবর্তীতে ন্যায় বিচার পাওয়ার আশায় ২৫ অক্টোবর ময়মনসিংহ জজ
কোর্টে মফিজুলের মা আয়েশা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা
নং- ১১৭/২০
সরেজমিনে এলাকায় গেলে মফিজুলের মামা নিরীহ আজিজুল হক মোল্লা জানান,
আমরা দিন আনি দিন খাই। না খেয়ে থাকলেও মানুষ কে বুঝতে দেই না। আমার
ভাগিনা সাগরদীঘি এলাকায় চাপকল মিস্ত্রির কাজ করে। অথচ তার বিরুদ্ধে একটা
মিথ্যা অভিযোগ এনেছে। আমাদের ভাগিনার বিরুদ্ধে পূর্ব শত্রুতার জের আছে।
গত বুধবার সালিশ দরবার বসলে আমি সেখানে উপস্থিত হই। দরবারে আমার
ভাগিনাকে নিয়ে আসার জন্য স্থানীয় খালেক মাস্টারকে সাথে নিয়ে মফিজুলের
বাড়ীর দিকে রওনা হলে পেছন দিক থেকে দেশীয় অস্ত্র সস্ত্র সহ আফতাব গংরা
মফিজুলের বাড়ী ঘেরাও করে ফেলে। ঐ সময় আমার দিকেও তারা আক্রমণ করার চেষ্টা
করে। কিন্তু খালেক মাস্টার ও তার ভাই আমাকে তাদের হাত থেকে রক্ষা করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, তারা খুব প্রভাবশালী। তাদের ভয়ে
এলাকায় কেউ মুখ খুলতে পারে না। নিরীহ পরিবারকে উচ্ছেদই তাদের উদ্দেশ্য। মাস্টার
নামের কলঙ্ক।
আজিজুল হক মোল্লার স্ত্রী জানান, আমরা গোপনে গোপনে বিরোধটি
নিস্পত্তি করার চেষ্টা করেছি। কিন্তু তাদের উদ্দেশ্যে অসৎ। যার কারণে নিস্পত্তি
যোগ্য বিষয়টি মিমাংসা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!