Header Image

রূপগঞ্জে যুবলীগ নেতা মতিন ভুঁইয়ার জন্মদিনে আনছর আলীর শুভেচ্ছা

 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ

রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন (রূপগঞ্জ) যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন ভুঁইয়ার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী। বৃহস্পতিবার সন্ধায় মতিন ভুঁইয়ার সুস্থতা ও মঙ্গলকামনা করে এক বার্তায় আনছর আলী এই শুভেচ্ছা জানান। একই সাথে তাঁর রাজনৈতিক জীবনে সফলতা কামনা করেন।
আনছর আলী বলেন, আমার রাজনৈতিক শিক্ষাগুরু মতিন ভ্ুঁইয়া দীর্ঘ রাজনীতি জীবনের অর্জন আমার জন্য বিলিয়ে দিয়েছেন। শুধু আমার ভালো চেয়ে সর্বক্ষেত্রে ত্যাগ স্বীকার করেছেন। সেই সাথে আমার রাজনৈতিক পথচলায় বিভিন্ন সময় পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে আমার রাজনৈতিক জীবনকে সহজ করেছেন। তাঁর এই ত্যাগের প্রতি আমি চির ঋণী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!