ফুলবাড়ীয়া(ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের
ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান পশ্চিম পাড়া হাফেজিয়া মাদ্রাসা দীর্ঘ
প্রায় ১৫ বৎসর যাবত বিলুপ্তির পথে থাকার পর পূর্ণরায় নতুন রূপে
গতকাল মঙ্গলবার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উলামায়ে কেরামদের নিয়ে
হাফেজিয়া মাদ্রাসা নতুন আঙ্গিকে উদ্ভোধন ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি জামিল
আহমেদ, সনঞ্চালনা মাদ্রাসার সাধারণ সম্পাদক এ.বি.এম মাজমুস
সায়াদাত নাজমুল। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ঢাকা ধানমন্ডি
ঈদগাহ মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাও: মুনাওয়ার হুসাইন,
ঢাকা মতিঝিল দারুল উলুম মাদ্রাসার, ভাইস প্রিন্সিপাল, ওয়াপদা,
আলহাজ্ব হাফেজ মাওলানা আবুল হাশেম, ইউপি চেয়ারম্যান শামীমা
খাতুন, ইউপি সদস্য শামছুজ্জামান কাজল, সুরুজ আলী, বিল্লাল
হোসেন, পুলিশের এ.এস.আই আবু সাইদ, আব্দুল কাদের মাষ্টার,
ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন, হাবিবুর রহমান মাষ্টার, খলিলুর রহমান, জুয়েল
প্রমুখ ।