আরিফ রববানী,(ময়মনসিংহ)=
ময়মনসিংহে জেলা প্রশাসকের নির্দেশনায় করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ ঝুঁকি নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি রক্ষায় কঠোর তৎপরতা বাড়িয়েছে প্রশাসন ও সিটি করপোরেশন। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থবিধি নিশ্চিতকরণে চলছে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান।
সোমবার (১৪ই ডিসেম্বর) বিকেলে প্রাণঘাতী করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, বাইরে গেলে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে জেলা প্রশাসক মিজানুর রহমানের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় ১১ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে মাস্ক ব্যবহার না করার অপরাধে আজ ৫০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ৩৬,৬৫০/- (ছত্রিশ হাজার ছয়শত পঞ্চাশ ) টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য-করোনায় স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে কঠোর অবস্থানে ময়মনসিংহ জেলা প্রশাসন। তাই ঘর থেকে বাহির হলে করোনা সংক্রমন প্রতিরোধে জেলা প্রশাসকের নির্দেশনায় নিয়মিত নগরীর ধাপ, চেক পোস্ট, ক্যান্ট মোড়, মেডিকেল মোড়, বাস স্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।এ ব্যাপারে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে নিয়মিত সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি যারা স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন-জরিমানা করাটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়,আমরা এখন সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছি। কিন্তু যারা সরকারি নির্দেশনা অমান্য করে করোনা ঝুঁকি ছড়াচ্ছে তাদের আর ছাড় দেওয়া হবে না। এখন জরিমানা করা হলেও প্রয়োজনে কারাদণ্ড দেওয়া হতে পারে বলেও তিনি জানান।
অভিযানের সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে রেড ক্রিসেন্ট, রোভার ও স্কাউটস সদস্যরা মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।
এ ব্যাপারে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান-করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা মোলক প্রচার কার্যক্রমের পাশাপাশি মাস্ক না পড়লে মোবাইল কোর্টে জরিমানা আদায় হবে। তিনি জনস্বার্থে মোবাইল কোর্ট কে সহযোগিতা করতে সকলের প্রতি আহবান জানান।