সাইফুল ইসলাম তরফদার:
মহান বিজয় দিবসে ফুলবাড়িয়া উপজেলা সদরে মহান
মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার ও
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি)
দিলরুবা ইসলাম সহ উপজেলার কর্মকর্তা-কর্মচারী পুষ্পস্তবক অর্পণ করে
স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। ৩১বার তোপধ্বনির
মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে
আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এতে অংশ নেন থানা পুলিশ,
আনসার ভিডিপি’র সদস্য ও ফায়ার সার্ভিস সদস্যবৃন্দ। সকাল ৮টা থেকে
উপজেলা আ’লীগ ও জাতীয় পার্টীসহ বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন
করে বিভিন্ন কর্মসূচি পালন করে।