Header Image

স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছে তারাই ভাস্কর্য্য ভাংচুর ঘটিয়েছে __আব্দুল মালেক সরকার

ময়মনসিংহ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু যদি ডাক না দিতেন আজ দেশ স্বাধীন হত না। স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছে তারাই ১৫ আগস্ট, ভাস্কর্য্য ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। মুক্তিযোদ্ধাদের নিয়ে রাজাকার, জামায়াত, দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে। মুজিব শতবর্ষ আগামী ২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত পালন করা যাবে।
মহান বিজয় দিবস পালনে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যানওউপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল মালেক সরকার এইসব কথা বলেন।
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বুধবার বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন মহান মুক্তিযোদ্ধের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণের মধ্যদিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম, উপজেলা প্রকৌশলী সালমান রহমান রাসেল,কৃষি কর্মকর্তা জেসমিন নাহার, মৎস্য কর্মকর্তা মো. হাবিবুর রহমান তালুকদার, কৃষি কর্মকর্তা জেসমিন নাহার, নির্বাচন অফিসার মো. মোস্তফা কামাল, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিক, মো. কামরুজ্জামান জামান, মো. মাহতাব উদ্দিন প্রমূখ।
আলোচনা সভা সঞ্চালনা করেন, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!