Header Image

ভালুকায় বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র সাংমার শেষ বিদায়ে রাষ্ট্রীয় মর্যাদা ও শ্রদ্ধা নিবেদন।

 

আনোয়ার হোসেন তরফদারঃ

 

ভালুকার মল্লিকবাড়ীর বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র সাংমার শেষ বিদায়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।ভালুকা উপজেলা ৭নং মল্লিকবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র সাংমা শনিবার বেলা ১১.২০ ঘটিকায় তার নিজ বাড়ীতে মৃত্যু বরন করেন।বিকাল ৫টায় তা নিজ বাড়ীতে বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র সাংমার রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন এবং মুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সম্মান প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন, মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আকরাম হোসাইন,ইউপি সদস্য শামসুল হক,ভালুকা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান,এসআই বিল্লাল হোসেন সহ সঙ্গীয় ফোর্স সহ পুলিশ বাহিনীর সদস্যরা।তার মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি,নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!