Header Image

চাঁদপুরে চান্দ্রা বাজার পাটওয়ারী বাড়িতে ব্যাডমিন্টন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।

ফাহাদ শেখ, সদর (চাঁদপুর) প্রতিনিধিঃ

 

চাঁদপুরে ১২ং চান্দ্রা বাজার পাটওয়ারী বাড়িতে এই প্রথম বারের মত ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মহিউদ্দিন দুল্লাল পাটওয়ারী, বিশিষ্ট সমাজ সেবক সভাপতি চান্দ্রা বাজার কেন্দ্রীয় মসজিদ ও সভাপতি বাংলাদেশ কমিউনিটি পুলিশ ১২ নং চান্দ্রা ইউনিয়ন শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী বিশিষ্ট সমাজ সেবক,
মোঃ ইউসুফ পাটওয়ারী বিশিষ্ট সমাজ সেবক,
মোঃইলিয়াছ পাটওয়ারী, বিশিষ্ট সমাজ সেবক,
খেলায় অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় দুটি শক্তিশালী দল ফাইনালে মুখোমুখি হয়। পাটওয়ারী একাদশ ও মাকসুদ একাদশ।
★পাটওয়ারী একাদশ এর হয়ে খেলে।১. রাকিবুল হাসান বাবু, ২.সাওন পাটওয়ারী।
★মাকসুদ একাদশ এর হয়ে খেলে।
১.মাকসুদ ২.হিরো ৩.সিহাব।
উক্ত খেলায় আম্পায়ারিং করে। ১. আকবর পাটওয়ারী ২. জুয়েল।
উক্ত খেলায় পাটওয়ারী একদশ জয় লাভ করে একং মাকসুদ একাদশ রানার্সআপ হয়। খেলাটি সুন্দর ও সুশৃঙ্খল করতে সহযোগিতা করে পাটওয়ারী তরুণ সংঘ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এই টুর্নামেন্টি
সুশৃংখলভাবে করতে যারা অক্লান্ত পরিশ্রম করে গেছে তাদের কে মোবারকবাদ জানায় এবং পরবর্তীতে সকল ধরনের উন্নয়নমূলক কাজ ও খেলাধুলার পাসে তিনি সাহায্য ও সহযোগিতা করবে এই প্রত্যাশা রেখে অনুষ্ঠানটি সমাপ্ত করে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!