পুতুল রাণী রায়।।
জামালপুরের ইসলামপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ইভিএমের মাধ্যমে ইসলামপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।পৌরসভা সাধারণ নির্বাচনে বাংলাদেশ অাওয়ামী লীগ মনোনীত প্রার্থী অাব্দুল কাদের সেখ (নৌকা) প্রতীক ১৪ হাজার ১৯১ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী (ধান শীষ) রেজাউল করিম ঢালী পেয়েছেন ৩ হাজার ৮৫১ ভোট স্বতন্ত্র প্রার্থী এস,এম জাহাঙ্গীর অালম (জগ) প্রতীক পেয়েছেন ২ হাজার ৭৪।