
আরিফ রববানী, ময়মনসিংহ।।
ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক এনামুল হক এর সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা মতবিনিময় করেছেন ময়মনসিংহের মহানগর ও জেলা জাতীয় পার্টি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৮ই মার্চ ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের এই সৌজন্য সাক্ষাত করেন নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক এনামুল হক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নেতৃবৃন্দ ।
এসময় মহানগর জাতীয় পার্টির সভাপতি ও বিরোধী দলীয় নেতার বিশ্বস্ত আস্থাভাজন জাতীয় পার্টি ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি জাহাঙ্গীর আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির এড সোহরাব ,মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক জননেতা শরীফুল ইসলাম খোকন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক জননেতা ইদ্রিস আলী, সহ-সাধারন সম্পাদক লাল মিয়া লার্টু, জেলা জাপার দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু, জেলা যুব-সংহতির সভাপতি আবজাল হোসেন হারুন, সাধারন সম্পাদক শাহজাহান মিয়া,সেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ বাদশা মিয়া, যুব-সংহতির যুগ্ম-আহবায়ক রুকুনুজ্জামান জুয়েল,তরুন পার্টির কাউছার আলী, মহানগর জাপার দপ্তর সম্পাদক এড কামরুল, মহানগর জাপার যুগ্ম-প্রচার সম্পাদক মমিনুল ইসলাম মানিক, জেলা জাপার নূরু মিয়াসহ জেলা, নহানগর জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় জেলা প্রশাসক এনামুল হক বলেন, আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি, কোন সরকারি দপ্তরের গাফিলতি মেনে নেওয়া হবে না। এই জেলার সমস্যা গুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নসহ সকল বিষয়ে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এর আগেও নবাগত জেলা প্রশাসক এনামুল হককে উপজেলা পরিষদ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।