আরিফ রববানী,ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মাসুদ রানার বদলিতে হতাশ হয়েছেন উপজেলার সর্বস্তরের জনতা। স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন কে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে যেখানে এসিল্যান্ড মাসুদ রানা নিরলস কাজ করে উপজেলা গণমানুষের কল্যাণে শ্রম দিচ্ছেন, সেখানে যোগদানের মাত্র কয়েকমাসের ব্যবধানে তার বদলীর আদেশে হতাশ হয়েছেন উপজেলার আপামর জনতা। ইতিধ্যেই তার আদেশ স্হগিত চেয়ে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান প্রদান করেছে উপজেলাবাসী। মুক্তাগাছার সচেতন নাগরিক সমাজের পক্ষে সাজাদুল করিম এই স্মারকলিপি প্রদান করেন।
সুত্র মতে জানা গেছে-গত ২০২০ সালের আগষ্ট মাসে মুক্তাগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন মাসুদ রানা। তিনি মুক্তাগাছায় যোগদানের পর থেকেই একের পর এক সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে জনকল্যাণমুখী কাজ করে প্রশাসন তথা সরকারের ভাবমূর্তিতে ইতিবাচক প্রভাব ফেলে আসছেন। মুক্তাগাছার ভূমি-রাজস্ব খাতে গত অর্ধ-বছরে অভাবনীয় পরিবর্তন আনতে সামর্থ হয়েছেন। এর আগেও তিনি জেলার গৌরীপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড)হিসাবে দায়িত্বে থেকে নিজের জীবনের ঝুকি ক্ষমতাধর অবৈধ দখলদারদের কবল থেকে সরকারী সম্পদ উদ্ধারসহ বিভিন্ন বিভিন্ন কাজের সফলতায় ব্যাপক সুনাম অর্জন করেছিলেন।
মুক্তাগাছা উপজেলাবাসীরা জানান,বর্তমান এসিল্যান্ড মাসুদ রানা মুক্তাগাছায় যোগদানের পর বিগত ৬ (ছয়) মাসে তার সততা, কর্মদক্ষতা ও জবাবদিহিতামূলক প্রশাসনিক কর্মকান্ডে উপজেলার ভূমি-রাজস্ব খাতে আমূল পরিবর্তন এসেছে যা বিগত এক দশকেও পরিলক্ষিত হয়নি। মুক্তাগাছা উপজেলার সচেতন নাগরিকের পক্ষ থেকে জানানো হয়, এসিল্যান্ড মাসুদ রানা উপজেলায় অবৈধ ভাবে দখল হওয়া প্রায় ১০০ (শত) কোটি টাকারও বেশি মূল্যের সরকারী জমি উদ্ধার, গুরুত্বপূর্ণ অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভূমি খাতে সরকারের ডিজিটাল ও অন্যান্য সেবার মানোন্নয়ন সহ দালালদের দৌরাত্ব কমিয়ে জনভোগান্তি কমানো, ভেজাল বিরোধী অভিযান গতিশীল করে ভোক্তা অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ন ভূমিকা পালন, সরকারের রাজস্ব খাতে উপজেলায় বাৎসরিক প্রায় কোটি টাকারও বেশি আয় বাড়ানোর সম্ভাবনা তৈরি সহ আরও অনেক জনকল্যাণ মূলক কাজ দক্ষতার সাথে করে আসছে যা সরকারের উন্নয়নশীল কাজকে আরও গতিশীল করে তুলতে সহায়ক হয়েছে। এবং জেলা প্রশাসন তথা সরকারের ভাবমূর্তিতে অত্যন্ত ইতিবাচক প্রভাব বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এমতবস্থায় উপজেলার স্থানীয় লোকজন মনে করছে এসিল্যান্ড মাসুদ রানার হঠাৎ বদলি হলে মাঠ প্রশাসনের উন্নয়ন কাজ মারাত্মকভাবে ব্যাহত হবে, পাশাপাশি লাভবান হবে অপরাধী চক্র। এছাড়া আরও বলা হচ্ছে একজন দক্ষ, সৎ, জনবান্ধব কর্মকর্তার সরকার নির্ধারিত সাধারণ সময়ের আগে হঠাৎ বদলী সরকার তথা প্রশাসনিক ক্ষমতার উপর কুচক্রিমহল, অপরাধী ও দুর্নীতিবাজদের প্রভাববিস্তারও সহজলভ্য করতে সহায়ক হবে যা প্রশাসন তথা সরকারের প্রতি উপজেলার জনগনের অনাস্থা বৃদ্ধি এবং ভাবমূর্তি বিনষ্ট করতে ভূমিকা রাখবে। এসিল্যান্ড মাসুদ রানার বদলী আদেশ দেওয়ায় মুক্তাগাছার সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। এনিয়ে মুক্তাগাছা হেল্পলাইন, ময়মনসিংহ হেল্পলাইন সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সপ্তাহব্যাপি ব্যাপক সমালোচনা চলছে।
মুক্তাগাছার বিভিন্ন পেশাশ্রেণীর মানুষ মনে করেন- যে কোন সময়, যে কোন সিদ্ধান্ত নেওয়া প্রশাসনের এখতিয়ার রয়েছে,তবুও তারা আশাবাদ ব্যক্ত করেন- এসিল্যান্ড মাসুদ রানার জনস্বার্থ মূলক কার্যক্রম গুলোকে বিবেচনায় নিয়ে এবং উপজেলার ভূমি খাতকে দূর্নীতিমুক্ত রাখতে বিভাগী কমিশনার মহোদয় এসিল্যান্ড মাসুদ রানার বদলির আদেশ স্হগিত করে উপজেলার দায়িত্বে পুনর্বহাল করতে যথাযথ ব্যবস্হা করে উপজেলার প্রশাসনিক সেবাকে জনকল্যাণে পৌছে দিতে সহযোগীতা করবেন।