Header Image

টঙ্গীতে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

 

মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার) গাজীপুর :

 

গাজীপুর মহানগরীর টঙ্গীর মরকুন এলাকায় এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

নীহত রুমা আক্তার (১৮) সিলেটের সুনামগঞ্জের চিনাকান্দি বাজারের আনিসুর রহমানের মেয়ে। রুমা স্থানীয় একটি পোষাক কারখানায় কর্মরত ছিলেন। স্মামী স্ত্রী পরিবার নিয়ে মরকুন টেকপাড়ার মনিরার বাড়ির ভাড়া বাসায় থাকতো।

জানাগেছে প্রায় ৭ মাস পূর্বে কিশোরগঞ্জ হোসেনপুরের জিনারি নিবাসী আব্দুর রাজ্জাকের ছেলে রাজিব মিয়ার সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয় রুমার।

 

নীহতের স্মামী রাজিব মিয়া জানান, পারিবারিক কলহের জের ধরে অভিমানে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রুমা।

তবে নীহতের বাবা জানান, তার মেয়েকে মেরে ফেলে ঝুলিয়ে রাখা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীহতের বিষয় নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। প্রাথমিকভাবে অপঃ মৃত্যুর মামরা রেকর্ড হচ্চে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!