ময়মনসিংহ র্যাব-১৪’র অভিযানে পরানগঞ্জ এলাকা থেকে কামাল হোসেন (৪০) নামে এক প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে। এসময় তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল, নিয়োগপত্র ও প্রবেশপত্র, রাষ্ট্রীয় কাজে
ব্যবহৃত খাম উদ্ধার করা হয়েছে ।
এএসপি মোঃ বেলায়েত হোসেন জানান, ১৩ মার্চ শুক্রবার র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের অভিযানে পরানগঞ্জ এলাকা থেকে প্রতারক চক্রের সদস্য কামাল হোসেন (৪০) আটক করে। সে ময়মনসিংহের ফুলপুর উপজেলার মৃত নূর হোসেনের পুত্র। এসময় তার হেফাজত হতে নগদ-২০৮০/- টাকা, মোবাইল- ০২টি, সীম কার্ড-০৪, নিয়োগপত্র-০১টি, প্রবেশপত্র-০১টি, রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত খাম-০৩টি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায় যে, সে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক অফিস করণিক পদে ছয় লক্ষ টাকার বিনিময়ে ভুয়া নিয়োগপত্র, প্রবেশপত্র ও রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত খাম সহ ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ শহরে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছে।
এ ব্যাপারে মোঃ আব্দুর রাজ্জাক ফকির (৫৪) বাদী হয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা মামলা দায়ের করেন। মামলা নং- ৬৬/২৮৮ ধারা ৪০৬/৪২০/৪৬৮/৪৭১/ ১০৯ জালিয়াতির মাধ্যমে ভূয়া নিয়োগপত্র সৃজন করিয়া ৬ লাক্ষ টাকা আত্মসাৎ করেন।
প্রতারক চক্রের আরও দুইজন পলাতক রয়েছেন বলে জানা যায় । আবু সাঈদ ওরফে আবু শামা (৪০), মো: হাফিজ উদ্দিন (৫০) সর্ব থানা ফুলপুর ।
র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি, সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।