আনোয়ার হোসেন তরফদারঃ
ভালুকায় মুজিব শতবর্ষ উপলক্ষে ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে, শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ভরাডোবা ইউনিয়নের পুরুরা জুনিয়র মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে সভাপত্বি করেন ইউপি সদস্য মোঃ জলিলুর রহমান জলিল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উদ্বোদক ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবুল,ধীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম, আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ছাত্র লীগের সাবেক সভাপতি হাজী এস এম নুরুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক , ভরাডোবা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত টুর্নামেন্ট অংশ নেয় শিমুলিয়া ক্রিকেট একাদশ ত্রিশাল বনাম ধলিয়া দক্ষিণপাড়া ইয়ংক্লাব বয়েজ একাদশ ভালুকা। আয়োজনে ছিল অত্র এলাকার যুবসমাজ। বিজয়ী দল শিমুলীয়া ক্রিকেট একাদশ ত্রিশাল।