আনোয়ার হোসেন তরফদারঃ
ভালুকায় স্বাধীনতা দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা হল রুমে উপজেলা প্রসাশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সহকারী কমিশনার ভূমি মাইন উদ্দিন, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার জুয়েল আশরাফ,ভালুকা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান তুহিন (ভারপ্রাপ্ত) , অধ্যক্ষ এ আর শামসুর রহমান লিটন। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।