
ফুলবাড়িয়া( ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
গতকাল রবিবার সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের খোঁজখবর নিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক সরকার। এর মাঝে টিকা গ্রহণকারীরা হলেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা তপোতোষ কর,পি আই ও অফিসের প্রধান সহকারী প্রদীপ বাবু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হারুন আল মাকসুদ, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই এস এম হাসমত আলীও খোরশেদ আলম, মোঃ আইয়ুব আলী প্রমুখ। হঠাৎ পরিদর্শনে এসে আব্দুল মালেক সরকার তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে । এই ধারাবাহিকতা আমাদের অব্যাহত রাখতে হবে । হাসপাতালে সার্বিক দিক গুলো দেখে প্রশংসা করেন। ফুলবাড়ীয়া উপজেলায় কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় না মরে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে । ##
