সাইফুল ইসলাম তরফদার।।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁও রঙ্গেরদারা মোড়ে সুপারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ষড়যন্ত্র করায় প্রতিবাদ ওআলোচনা সভা করে এলাকা বাসী।
গতকাল সোমবার বিকালে প্রতিবাদ করেছে এলাকাবাসী ও শিক্ষাথীবৃন্দ। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাওলানা আব্দুল মুন্নাফ, কৃষকলীগ নেতা মোঃনাছির উদ্দীন এম এ, আওয়ামীলীগ নেতা তোফাজ্জল হোসেন,আঃ বারী মাষ্টার, গোলাম হোসেন, আদম আলী, ফজলুল হক মৌলভী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোশাররফ হোসেন লিটন, আব্দুল আলিম প্রমুখ।
জানাযায়, পূর্ব সূত্রুতার জেরদরে সুপারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্র করেছে। ৪০ বছর যাবৎ কাহালগাও ইসলামীয়া দাখিল মাদ্রাসা দায়িত্ব পালন আরছে। সুপার উপজেলা জামিয়াতুল মোদারেছি এর নিবাচিত সভাপতি।ইমাম কামরুল বিগত দিনে এক ছেলেকে বলাদকার করেছে তার প্রতিবাদ করার কারনে সুপারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে।
ডাক্তার বিল্লাল হোসেন আক্ষেপ করে বলেন অত্র এলাকায় যতগুলো ইসলামী আলোচনা হয় সব সবগুলোর সভাপতি সুপার আঃ ছালাম হুজুর। তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করেছে। ##