আরিফ রববানী, ময়মনসিংহ :
ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ভাবখালী পুরাতন বাজার বণিক সমিতির
নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার ১২এপ্রিল সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাজারের কাচা মহলস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে উক্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
চলমান মহামারী করোনার দ্বিতীয় ওয়েভে দেশব্যাপী আতঙ্ক বিরাজ করলেও ভাবখালী পুরাতন বাজার বণিক সমিতির এই নির্বাচনটি এই প্রথম ব্যবসায়ীদের ভোটাধিকারের মাধ্যমে সমিতি নেতৃত্ব নির্ধারণ করতে পাড়ায় ব্যবসায়ী ও এলাকার মানুষের মাঝে সাজ-সাজ রব বিরাজ করছিলো।
নির্বাচন কেন্দ্র পরিদর্শন কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন কামাল,কালির বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম সহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তি বর্গরা।
সকলের সহযোগীতায় সুন্দর ও নিরপেক্ষ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করায় সন্তুষ্টি প্রকাশ করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী,নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা গোলাম মোস্তফা, ডাঃ হেলাল উদ্দিন, সোহরাব উদ্দীন,হাফেজ হাবিবউল্লাহ, আব্দুল মোতালেব বাবুল সহ সমিতির ভোটাররা।
নির্বাচনে সভাপতি ও সাধারন সম্পাদক সহ বিভিন্ন পদের বিপরীতে প্রার্থীরা প্রতিদ্বন্ধিতা করেন। এতে সভাপতি পদে শহিদুল ইসলাম শহিদ, সাধারন সম্পাদক আনোয়ারুল কবির সোহাগ, সহ-সভাপতি আব্দুল আজিজ,হাতেম আলী, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম বাবুল,সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম (শফিক) নির্বাচিত হয়েছেন। এছাড়াও যুগ্ম সম্পাদক শামিম,সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, ক্রিড়া বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ,ধর্ম বিষয়ক সম্পাদক রুবেল মিয়া,প্রচার সম্পাদক পদে লিটন মিয়া,সদস্য পদে সিরাজুল ইসলাম,দুলাল উদ্দিন দুলু,আব্দুস সামাদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারন সম্পাদকসহ নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বণিক সমিতির সদস্যরা।।