Header Image

ময়মনসিংহের ৩৫৮ দয়িতা’কে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন ডিসি এনামুল হক।।

 

আরিফ রববানী, ময়মনসিংহ।।

 

করোনাভাইরাস মহামারীর বিস্তার নিয়ন্ত্রণে চলমান লাকডাউনে ময়মনসিংহে কর্মহীন হয়ে পড়া দয়িতাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দিয়েছেন জেলা প্রশাসক এনামুল হক।

রবিবার ২৫শে এপ্রিল জেলার গাঙ্গিনারপাড় এলাকায় ৩৫৮ জন দয়িতা’র মাঝে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এসব উপহার সামগ্রী বিতরন করেন তিনি। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউছুফ খান পাঠান,অতিরিক্ত পুলিশ সুপার, ডিডি সমাজসেবাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় সমাজের দরিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল পরিবারগুলোর মাঝে পর্যায়ক্রমে এসব সহায়তা পৌছে দেওয়া হবে বলে জানান ডিসি এনামুল হক। বিতরণ কৃত এান সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল,আটা,ডাল, পেয়াজ,ও ইফতার সহ বিভিন্ন সামগ্রী। লকডাউনের এই কঠিন দুর্যোগময় সময়ে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দেওয়া এসব উপহার সামগ্রী হাতে পেয়ে গাঙ্গিনারপাড় এলাকায় বসবাসকারী ৩৫৮ জন দয়িতা’ মসনবিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!