আরিফ রববানী, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে করোনা পরিস্থিতিতে জনসাধারণকে সচেতন করে করোনামুক্ত ত্রিশাল উপজেলা উপহার দিতে ইউনিয়ন পর্যায়ে মাস্ক বিতরণ ও জনসচেতনতামোলক প্রচার বৃদ্ধি সহ করোনাকালেও সরকারের বরাদ্ধকৃত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও সুযোগ সুবিধা স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত পরিবেশে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে
দিতে দিনভর উপজেলার কানিহারী ইউনিয়নের বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার সরকারি ঘর পেয়েছে তাদের খোঁজ খবর নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন ও ইউপি চেয়ারম্যান আশরাফ আলী উজ্জ্বল। রবিবার (২৫শে এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদে
২০২১-২০২২ অর্থ বছরের ভিজিডি কার্ডধারীদের ভিজিডি কার্ড বিতরণ কর্মসুচীর উদ্ভোধন শেষে
দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমোলক কর্মকান্ড পরিদর্শন সহ ব্যাপক কর্মতৎপরতা দেখিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। একই দিনে ইউনিয়নের হতদরিদ্রের কর্মসূচির বাস্তবায়ন করতে প্রকল্প পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও ইউপি চেয়ারম্যান আশরাফ আলী উজ্জ্বল।
এসময় ইউএনও মোস্তাফিজুর রহমান চলমান করোনা পরিস্থিতিতে লকডাউনে থাকা গ্রামের মানুষগুলো কেমন আছেন, কিভাবে জীবন যাপন করেছেন তা স্বচোখে দেখতে প্রতিটি গ্রাম-গঞ্জে ভ্রমন করেন একই সাথে সরকারী প্রকল্পের সকল কাজ গুলোকে স্বচ্ছ ও সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সংশ্লিষ্ট প্রকল্প গুলোর বাস্তবায়ন কমিটির সকলের প্রতি আহবান জানানসহ করোনার মরণ ছোবল থেকে ইউনিয়নবাসীকে রক্ষায় ও চলমান মহামারী করোনা থেকে বাঁচতে হলে সবাইকে সরকারের নির্দেশনামূলক স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে পরিবহন, রাস্তাঘাটে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন। এসময় তাদের সাথে ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য গণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।।