Header Image

বালিয়ানে অসহায় দরিদ্র মানুষের পাশে  এড.মফিজ উদ্দিন মন্ডল। 

 

ফুলবাড়িয়া  ( ময়মনসিংহ)  প্রতিনিধি ঃ
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক,  উপজেলা  আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক  সাবেক চেয়ারম্যান এড মফিজ উদ্দিন মন্ডলের  উদ্যোগে পৌর সদর তার নিজ বাসায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ্য অসহায়  দরিদ্র  মাঝে শুক্রবার  ১১ টায় নগদ অর্থ প্রদান করেন।
এড.  মফিজ উদ্দিন বলেন, দেশের মানুষের জন্য যত প্রকারের সহায়তা করা যায়। তার সবই করছে বঙ্গবন্ধুর  কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। বয়স্কভাতা, বিধবাভাতা,প্রতিবন্ধিভাতা,মাতৃত্বকালীনভাতা সহ সকল প্রকার অসহায় জনগোষ্ঠীকে সাহায্য হাত বাড়িয়েছে সরকার । বর্তমান সরকারের আমলে কোন লোক গৃহহীন থাকবে না। সে আলোকেই গৃহ নির্মাণ করে পূনর্বাসনের ব্যাবস্থা করা হচ্ছে।
সরকার অসহায় দরিদ্র মানুষের কল্যাণে সব সময়ই পাশে আছে।আপনারা জানেন, সরকারের বিভিন্ন উদ্দ্যেগের ফলে করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে।
 তিনি বিএনপি জামাত এর উদ্যেশে বলেন, মৃত্যুের মিছিলে মূল্যবান প্রাণ হারাচ্ছে। ” দোষারোপ নয়,নয় অন্ধ সমালোচনা তীর ছোড়া “, সবাইকে সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।  গতকাল শুক্রবার বালিয়ান ইউনিয়ন এলাকায় সারুটিয়া গ্রামে আওয়ামী লীগ নেতা খলিলুর রহমানের বাড়ি সংকলন  ২ নং ওয়ার্ডের নেতা কর্মীদের  নিয়ে ইফতার মাহফিল, সংক্ষিপ্ত আলোচনা সভায় ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডাঃআবুল হোসেন,  সম্পাদক খাজাল ফকির, আওয়ামী লীগ নেতা কাজী আঃ রউফ,আলম সরকার, তাহের মাষ্টার, খালেক পুলিশ,রফিক,ছাএলীগের শাহাজাহান কবির,হৃদয় , নাজমুল হক শান্ত প্রমুখ।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!