Header Image

৪৫ দিনেও আসামী গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।। ২৪ ঘন্টায় ধরলো গোয়েন্দা পুলিশ।।

 

স্টাফ রিপোর্টারঃ

 

ময়মনসিংহে সন্ত্রাসী ও কুখ্যাত চোরের বাহিনীর হাতে নির্যাতিত ৭৫ বাংলাদেশ ডট কম এর প্রকাশক মাইন উদ্দীন উজ্জলের কোতোয়ালী মডেল থানায় দায়ের করার ৪৫ দিনেও আসামীকে গ্রেফতার করতে পারেনি কোতুয়ালী মডেল থানা পুলিশ। জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান এর স্বরনাপন্ন হওয়ার পর ডিবিকে দ্বায়িত্ব দেয়ার মাত্র ২৪ ঘন্টার মধ্যে মামলার প্রধান আসামী শাহীনকে ৯ই মে রবিবার রাতেই গ্রেফতার করে সফলতা দেখিয়েছেন জেলা গোয়েন্দা সংস্থার পুলিশ। অবৈধ আগ্নেয়াস্রধারী কুখ্যাত শাহীনকে গ্রেফতারে স্থানীয় আওয়ামীলীগ নেতা প্রফেসর মোহাম্মদ হাসান আলী বাবুল, একাধিক ইউপি সদস্য ও স্থানীয়রা গোয়েন্দা পুলিশকে অভিনন্দনও জানিয়েছেন।
উল্লেখ্য- ময়ময়মনসিংহ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ৭৫ বাংলাদেশ ডট কম এর প্রকাশক মাইন উদ্দীন উজ্জলের উপর সন্ত্রাসী শাহীনসহ ১০/১২ জন রাত আনুমানিক এগারোটায় হামলা করে ও কুপিয়ে আহত করার পর ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় ৯৮(৩)২০২১ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি অফিসার সোহেল বহুবার অভিযান চালিয়েও আসামীদের কাউকে গ্রেফতার করতে না পাড়ায় অসামীরা এলাকায় প্রচার চালায় মামলা খেয়ে ফেলেছি। পুলিশকে টাকা দিয়েছি, এমন প্রচারনা চালানোর পর বাদী নিরাশ হন। পুলিশের অপু নামের এক বড় কর্তার বাহাদুরী করেছেন আসামীরা। থানা পুলিশের তৎপরতা ব্যর্থতা পরিলক্ষিত হওয়ার পর মামলাটি পুলিশ সুপার বরাবরে ডিবি কর্তৃক তদন্তের দাবী জানালে আবেদনটি ব্যবস্তা নেয়ার জন্য সদর সার্কেলকে দায়িত্ব দিলে কোন ফলপ্রসু, ফল পাওয়া যায়নি। বাদী তাতেও নিরাশ হন। পরে খোলা চিঠির মাধ্যমে পুলিশ সুপার আহমার উদজ্জামানের কাছে, ফের স্বরনাপন্ন হন বাদী। তিনি তাৎক্ষনিক ব্যবস্থা নেন এবং ডিবিতে মামলা হস্থান্তর করেন। ডিবি মামলাটি পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামী শাহীনকে শম্ভুগঞ্জ বাজার থেকে গতকাল সন্ধায় গ্রেফতার করে। গ্রেফতারের খবর পেয়ে এলাকাবাসী উল্লাসে ফেটে পড়েন। এ সময় স্থানীয় আওয়ামীলীগ নেতা প্রফেসর মোহাম্মদ হাসান আলী বাবুল, একাধিক ইউপি সদস্য ও স্থানীয়রা পুলিশ প্রশাসনকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানান। অপরদিকে মোবাইলে এক ক্ষুদেবার্তায় মামলার বাদী পুলিশ প্রশাসনকে অভিনন্দন জানান। আসামীদের মধ্যে ৬ জন আদালতে হাজির হয়ে জামিনে মুক্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!